ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ব্যবসায়ী সুশান্ত সরকার হত্যার বিচার এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যবসায়ী সত্যজিত দেবের সঞ্চালনায় বক্তৃতা করেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম, ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক ব্যাংক কর্মকর্তা আশকর আলী, স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান জালাল, আক্তার হোসেন, মালেক মিয়া, সৈয়দ মিয়া, নিহতের চাচা সুব্রত সরকার, আবদুর রহিম প্রমুখ। এ ছাড়াও নিহতের মা রূপালী সরকার ও স্ত্রী রূপা সরকারও উপস্থিত ছিলেন।
বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করে তারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। উল্লেখ্য, শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের ব্যবসায়ী সুশান্তকে রবিবার রাতে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।