মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্বাচনি এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।