জয়পুরহাটে পুরানাপৈল রেলক্রসিং পারাপারের সময় লাইনে বিকল হয় একটি পণ্যবোঝাই ট্রাক। থেমে যাওয়া ট্রাকটি গতকাল দুপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সবজিবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস চলে আসে। ট্রাকচালকসহ লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ১০-১৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে ছেড়ে যায়।