ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাঠিয়া গ্রামের কালীমন্দির। এটি ‘কাঠিয়া কালীবাড়ি’ হিসেবেও পরিচিত। এ মন্দিরের অবস্থান ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বপাশে। ২ একর জমির ওপর প্রতিষ্ঠিত মন্দিরের প্রধান ফটকে লেখা ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার বাড়ি।’ স্থাপিত ৮৭২ বঙ্গাব্দ। মন্দিরের পাশে সাইনবোর্ডে লেখা প্রতিষ্ঠাতা, তৎকালীন সেবায়েত ও বংশপরম্পরায় পুরোহিতদের নাম। গত মঙ্গলবার দুপুরে মন্দিরে গিয়ে দেখা যায় শত শত ভক্ত। তারা মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একাধিক ভক্ত জানান, তারা এখানে মানত করেছিলেন। মনোবাসনা পূর্ণ হওয়ায় পূজা দিতে এসেছেন। অনেকেই মনোবাসনা পূর্ণ করার জন্য মন্দিরের গাছের সঙ্গে ইটের টুকরো বেঁধে রেখে যাচ্ছেন। এরকম হাজার হাজার ইটের টুকরো মন্দির ও মন্দিরসংলগ্ন গাছের সঙ্গে ঝুলছে। মন্দিরের বর্তমান পুরোহিত ও পরিচালক প্রদীপ কুমার পাড়িয়াল বলেন, ‘আমি ১৪ বছর ধরে এখানে দায়িত্ব পালন করছি। এটি এ অঞ্চলের সবচেয়ে পুরোনো মন্দির। আমার বাবা-দাদাও পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমাকে দিয়ে নবম পুরুষ দায়িত্ব পালন করে আসছি। দেশের বিভিন্ন জায়গা থেকে এ মন্দিরে পূজা দিতে ভক্তরা আসেন।’ তিনি জানান, মূল কালীমন্দিরে প্রতিষ্ঠাকালীন নির্মাণশৈলী রয়েছে। পূর্বদিকে মুখ করা এ মন্দিরের পশ্চিম পাশে বট ও পূর্বপাশের পাকুড় বৃক্ষ শত শত বছর ধরে মূল নির্মাণশৈলীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। শুধু সামনের দিকে সামান্য অংশের সংস্কার করা হয়েছে। সম্পূর্ণ ভক্তদের অনুদানে এ মন্দির পরিচালিত হয়।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি