দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বগুড়া : কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক ও যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার নারহট্ট ভেঁপড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শিকড় গ্রামের নুর আলম (৫০) ও পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেনী : দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের বসুরহাট সড়কে বৃহস্পতিবার রাতে মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে নিহত হন উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) ও অটোরিকশা চালক রাজীব (২৩)। দিনাজপুর : ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন (৬৫) ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুলের বাসিন্দা। মাগুরা : মাগুরায় বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর একই বাসের চাপায় লাইলি বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌরসভার টিটিডিসিপাড়া মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহত লাইলি বেগম পৌরসভার ভিটাসাইর পূর্বপাড়ার মুঞ্জুর মোল্লার স্ত্রী। বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে চালক ওই নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া খাতুন (৩০) শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। শ্রীপুর (গাজীপুর) : নিজের জন্য ওষুধ কিনতে বের হয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজারে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল একই উপজেলার মাওনা মধ্যপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি