সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় এক কিশোরের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে। সলঙ্গা থানার ওসি মোকলেছুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে ধর্ষণের ঘটনাটি ঘটে। মামলার বিবরণে বলা হয়, ১৩ এপ্রিল ওই শিক্ষার্থীকে ফুঁসলিয়ে পাঁচলিয়া বাজারের জহুরুলের মার্কেটে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে নিয়ে তাকে তিনজন মিলে ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
সালঙ্গা থানার ওসি মোকলেছুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।