বান্দরবানে র্যাবের অভিযানে কাঠবোঝাই ট্রাকসহ এক চালককে আটক করা হয়েছে। গতকাল সকালে সদরের মেঘলা পর্যটন এলাকায় র্যাব ও জেলা বন বিভাগ এ অভিযান পরিচালনা করে। র্যাব ১৫ সিপিসির কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তৌহিদ জানান, অনুমোদনহীন ৮০ ঘনফুটের ৬০ টুকরো সেগুন গোল কাঠ কেটে পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাঠগু জব্দ ও ট্রাক চালককে আটক করা হয়।
পরে বন বিভাগের লোক এসে কাঠ নিয়ে যায়। বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার শামসুল হক জানান, বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে।