লালমনিরহাটের পাটগ্রামে ২১ এপ্রিল বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে বন্ধ রয়েছে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে নিয়মিত চলাচলকারী চারজোড়া ট্রেন। গতকাল ষষ্ঠ দিনের মতো চলে এ অবরোধ। এদিকে রেলপথ অবরোধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে বুড়িমারী, পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ থেকে লালমনিরহাট-পার্বতীপুর-সান্তাহার যাতায়াতকারীদের। গতকাল সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারীর বাসিন্দা আলী আকবর (৫৫) বলেন, ছয় দিন ধরে বন্ধ ট্রেন। শুনেছিলাম সকাল থেকে চালু হতে পারে সে ট্রেন কিন্তু বুড়িমারী থেকে কোনো ট্রেন আসেনি। বুড়িমারীসহ জেলার কয়েকটি উপজেলার প্রধান যাতায়াত মাধ্যম ট্রেন। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে, মন্তব্য করেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী হাসিবুল। বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে অবরোধকারীরা জানান, বহুল প্রতিক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেন গত বছরের ১২ মার্চ চলাচল শুরু করে। নাম বুড়িমারী এক্সপ্রেস হলেও ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা নিয়মিত চলছে। আর বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত একটি সাটল ট্রেন দিয়েছে এক্সপ্রেসের পরিবর্তে। আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর পর থেকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবি জানিয়ে তিন দফা অবরোধ, অবস্থান, মানববন্ধন করে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। বাস্তবে তা শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যায়। হাতীবান্ধা ও পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ অবরোধকারীরা আলটিমেটাম দিয়ে বলেন, সোমবারের আগে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ না করলে রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ করা হবে। পাটগ্রাম ইউএনও জিল্লুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, অবরোধকারীদের দাবিসহ বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
শিরোনাম
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
ট্রেন বন্ধ, ভোগান্তি চরমে
বুড়িমারী-লালমনিরহাট
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর