একের পর এক মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে রওশন আরা নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। ফুলছড়ি উপজেলার পাকার মাথা কাইয়ারহাটের কয়েক শ ভুক্তভোগী নারী-পুরুষ এতে অংশ নেন। তারা মামলাবাজ রওশন আরার কবল থেকে পরিত্রাণ ও তাকে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করলে রওশন আরা সব অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রওশন আরা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী এমনকি ফুলছড়ির পুলিশ কর্মকর্তাদের মিথ্যা মামলায় জড়িয়েছেন। পরে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহার করে নেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেত বলেন, রওশন আরা অন্যের জমি নিজের দাবি করে বিভিন্ন সময়ে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী করে মামলা করেন। পরে হয়রানি থেকে বাঁচতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে আপস করতে বাধ্য করেন। ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, রওশন আরা মাদক কারবার থেকে শুরু করে সব ধরনের অসামাজিক কার্যকলাপ করতেন। তার শাস্তি দাবি করে মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।