টঙ্গীর মরকুন ব্যাপারীপাড়ায় চাঁদা না পেয়ে ফরহাদ ব্যাপারী নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে রবিবার রাতে। এ ঘটনায় ফরহাদ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দিয়েছেন। থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহত ফরহাদ জানান, কয়েকজন লোক তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন তারা।