পঞ্চগড়ে বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক তিন এমপি, জেলা প্রসাশক ও পুলিশ সুপারসহ ১৫৪ জনকে। সদর থানা পুলিশকে মামলাটি তদন্তসাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণের জন্য গতকাল আদেশ দিয়েছেন বিচারক। সোমবার পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) আরেফিনের স্ত্রী শিরিন আক্তার মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব মামলাটির বিষয় নিশ্চিত করেন।
আলোচিত আসামির মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় ১ ও ২ আসনের সাবেক তিন এমপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, নাঈমুজ্জামান মুক্তা ও মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নান শেখ, তৎকালীন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, তৎকালীন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, তৎকালীন সদর থানার ওসি আবদুল লতিফ।
জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার দাবি এবং নেতা-কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিএনপি মিছিল বের করে। পুলিশ ও আওয়ামী লীগ এতে বাধা দেয়। মিছিলে লাঠিচার্জ টিয়ার শেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে। সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন।