কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। রাজেশ রাজশাহী জেলার পুঠিয়া এলাকার শরৎ কুমার পালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ভাই-ভগ্নিপতিসহ চারজনের সঙ্গে সাগরে গোসলে নামেন রাজেশ কুমার। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিনি।
স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।