জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয়ভাবে উদ্যাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘আমরা ত্রিশালবাসী’ নামক একটি সংগঠন। কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী ২৫ মে। তকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। কর্মসূচিতে শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক অংশ নেন। খোরশিদুল আলম মজিব এতে সভাপতিত্ব করেন।