দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে অশ্লীল ভঙ্গি করায় জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন পুলিশের দুই সদস্য। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে তাঁদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রামে মাদকবিরোধী অভিযানে যান এসআই নজরুল ইসলাম ও এএসআই পরিতোষ কুমার রায়। অভিযানে ৭ পিস ইয়াবাসহ সাধনচন্দ্র মহন্ত (৪০) নামে একজনকে আটক করা হয়। এ সময় স্থানীয় জনতা আটকদের ভিডিও ধারণ করায় এসআই নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাদের উদ্দেশে অশ্লীল ভঙ্গিমায় অশালীন কথাবার্তা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওই দুই সদস্যকে পাশের একটি মার্কেটে অবরুদ্ধ করে রাখে জনতা।
বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে তাঁদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় উচ্ছৃঙ্খল জনতা পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। এতে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়। নিয়মিত মামলা দিয়ে আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।