সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় বেসরকারি ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসককে ছুরিকাঘাত করা সেই নেতার দলীয় পদ স্থগিত করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রায়হানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ স্থগিত করেন কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে রায়হান ও তার সহযোগী ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার রোগী দেখানোর সিরিয়াল নিয়ে তর্কাতর্কির জেরে শহরের আনিসা ক্লিনিকের চিকিৎসক গোলাম রব্বানী সোহাগকে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, দুজনকে আসামি করে মামলা করেছেন ক্লিনিকের ম্যানেজার।