ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্সসংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা। গতকালের এ ধর্মঘটে জেলাজুড়ে সব সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, বিশৃঙ্খলা এড়াতে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে।