রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়কে ক্লাস করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা ক্লাস করেন। ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে রাস্তা বন্ধ করে ক্লাস করায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে ভাড়া ভবনে একাডেমিক কার্যক্রম শুরু হয়। আবাসন, ক্লাস, হলরুম, খেলার মাঠ, পাঠাগার সংকটসহ ছাত্রীদের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। সংকট সমাধানে নয় বছরে আটবার ডিপিপি জমা দেওয়া হয়েছে। একবারও একনেকে আলোর মুখ দেখেনি।