চাঁপাইনবাবগঞ্জে কোচিং শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই শিক্ষার্থী ও পরিবার। লিখিত বক্তব্যে ওই ছাত্রী দাবি করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুন হাট মহল্লার মো. হেলাল উদ্দিনের ‘হেলাল কোচিং সেন্টার’ শিক্ষার্থী ছিলেন তিনি। শিক্ষা সফরে ঢাকার ফ্যান্টাসি কিংডমে গেলে সেখান থেকে ভেজা অবস্থায় ছবি গোপনে তুলে রাখেন ওই শিক্ষক। সম্প্রতি ওই শিক্ষার্থী কোচিংয়ে গেলে গোসলের ধারণ করা ছবি ও ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। ওসি বলেন, ছাত্রীর পিতা মেয়েকে যৌন হয়রানির অভিযোগ এনে এজাহার দিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।