পাবনার চাটমোহর উপজেলার উন্নয়নবঞ্চিত গ্রাম মামাখালী। যেখানে বর্ষা মৌসুমে গ্রামটি যেন বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হয়। তখন সামর্থ্যবানরা নৌকায় যাতায়াত করেন। বিপাকে পড়ে সামর্থ্যহীনরা। এ রাস্তায় যানবাহনতো নয়ই, হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে। উপজেলার ছাইকোলা ও নিমাইচড়া দুই ইউনিয়নের সীমান্তে গ্রামটির অবস্থান। কাগজে-কলমে বনমালী নগর মৌজায় এ গ্রাম স্থানীয়ভাবে মামাখালী নামে পরিচিত। গ্রামটির একাংশ ছাইকোলা ইউনিয়নে ও অপর অংশ নিমাইচড়া ইউনিয়নে হওয়ার কারণেই উন্নয়নের ছোঁয়া লাগে না- অভিযোগ গ্রামবাসীর।
স্থানীয়রা জানান, চলাচলের জন্য মামাখালী গ্রামের পূর্বপাড়া থেকে বরদানগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এটি বেহাল হয়ে পড়ে। তখন চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেক সময় বর্ষার পানিতে রাস্তাটি তলিয়ে গেলে তিন-চার মাস যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতো দিন পার করতে হয় গ্রামবাসীর। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, আমরা খোঁজখবর নিয়ে মেরামতের চেষ্টা করব।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        