ফরিদপুরের সালথায় মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করে। মর্জিনা জেলার সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। ওসি মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যা। এদিকে ভোলার লালমোহন উপজেলায় বসতঘর থেকে আকিম জান (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া তার স্বামী তোফাজ্জল হোসেন এবং পুত্রবধূ তানিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল লালমোহনের লেঙ্গুটিয়া গ্রামে প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে এ ঘটনা ঘটে। ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটন করা হবে।
পুলিশের প্রাথমিক ধারণা, চোরচক্র আগেই ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের খাবারে কোনো দ্রব্য (বিষ) প্রয়োগ করেছিল। আকিম জান বিষয়টি টের পেলে তাকে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, জাহাঙ্গির সৌদি আরবে থাকেন। বাড়িতে বাবা তোফাজ্জল হোসেন, মা আকিম জান এবং স্ত্রী তানিয়া থাকেন। সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ভোরে আকিম জানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।