গাইবান্ধায় প্রস্তাবিত ‘গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট’ পূর্ব নির্ধারিত খোলাহাটী ইউনিয়নের কদমতলা এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন শেখ সামাদ আজাদ, ইউনুস আলী খান দুখু, তৌহিদুল ইসলাম মিলন প্রমুখ। বক্তারা বলেন, খোলাহাটীর কদমতলা টিটিসি এলাকায় এ প্রতিষ্ঠান স্থাপন হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে। শিক্ষার্থীরা টিটিসিতে সব ট্রেডে প্রাক্টিক্যাল ট্রেনিং করার সুযোগ পাবেন। তারা পূর্ব নির্ধারিত স্থানেই দ্রুত পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম শুরুর দাবি জানান।