‘সংঘাত নয়, শান্তিসম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় শান্তিসম্প্রীতি ও সহাবস্থান জোরদারের প্রতিশ্রতি দেন অংশগ্রহণকারীরা। ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গতকালের এ সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা পিএফজি সমন্বয়কারী, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু ম ল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন শফিকুল ইসলাম, মনোয়ার হোসেন, সাদেকুল ইসলাম নান্নু, সিরাজুল ইসলাম আকন্দ, আনিছুর রহমান, এইচ এম সোলায়মান শহিদ, ইকবাল হোসেন, আবদুর রাজ্জাক প্রমুখ।