টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাটিভর্তি একটি ট্রাক খাদে পড়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, সন্ধ্যার পর ট্রাকটি দেলদুয়ার যাচ্ছিল। ঘটনাস্থলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ সময় মাসুদ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুইজন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন