নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত হওয়া ১০ টি কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারের ভালো উপস্থিতি দেখা গেছে।
এদিকে অবাধ ও সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ২৬জন সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পাঁচটি মোবাইল টিম, চারটি স্ট্রাকিং ফোর্স, র্যাবের পাঁচটি টিম, দুই প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্বাচন পর্যাবেক্ষক দল মাঠে রয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভা নির্বাচনে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টির ভোট সম্পন্ন হলেও কাউন্সিলর প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র দখল, জাল ভোট প্রদানসহ বিভিন্ন বিশৃঙ্খলার কারনে স্থগিত করা হয় বাকি ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ।
ঘোষিত ১০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭হাজার ৩শত ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি'র মনেনীত প্রার্থী মোহাম্মদ জহির উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭শত ৬৩ ভোট। ভোটের ব্যবধান ১ হাজার ৫৯৫। স্থগিত হওয়া ১০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ২৪ হাজার ৩১০। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৩৭ এবং নারী ভোটার ১১ হাজার ৪৭৩ জন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ