নরসিংদীর মাধবদীতে সকাল ৮টা থেকে শুরু হয়েছে পৌরসভার নির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
মাধবদী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭০৬। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ৮৩৫ এবং পুরুষ ভোটার ১৪ হাজার ৮৭১ জন। নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র হাজী মো. ইলিয়াছ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. হারুন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন শাহীন।
এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে অনসার, র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন পরিচালনা-১ এর উপসচিব শাহজাহান খাঁনের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের কারণে মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা