লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনঃ ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে স্থানীয় চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদ প্রার্থী জয়নাল আবেদিন বোতল প্রতীক ও একই দলের প্রদীপ মজুমদার উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ৩০ ডিসেম্বরের নির্বাচনে এ দু’জন প্রার্থী ৫৩৩ ভোট করে সমান ভোট পাওয়ায় পুনঃ ভোটের আয়োজন করা হয়। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৮৫জন। এর মধ্যে নারী ভোটার ৭৬০ জন এবং পুরুষ ভোটার ৭২৫ জন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা