চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে সাড়ে ৯ কেজি গানপাউডারসহ আবু বাক্কার (৩৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। এসময় আবু হানজালা (৩০) নামে তার অপর এক সহযোগীকেও আটক করা হয়। আটকের সময় গানপাউডার ছাড়াও ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোররাতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপজেলার ধাইনগর ইউনিয়নে বাক্কারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতকৃত আবু বাক্কার হচ্ছে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গুপ্তমানিক ঘোনটোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে।
র্যাবের পক্ষ থেকে বাক্কার ও তার সহযোগী আবু হানজালার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব