লালমনিরহাটের আদিতমারীতে যৌতুক না পেয়ে মৌসুমী বেগম(২৫) নামে এক গৃহিনীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী নুরনবী।
গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে নিজ ঘরে থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। নিহত মৌসুমী বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিন গোবদা গ্রামের নুরনবীর স্ত্রী ও একই এলাকার বেডগড়া গ্রামের মমিন উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ৩ বছর আগে দেড় লাখ টাকা যৌতুকে দক্ষিণ গোবদা গ্রামের শাহ আলমের ছেলে নুরনবীর সাথে বিয়ে হয় মৌসুমীর। বিয়ের কিছু দিন পরই আরো যৌতুকের টাকা দাবি করে মৌসুমীর উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালাত স্বামী নুরনবী। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার শালিস বৈঠক হয়।
সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মাঝে কথাকাটা কাটির একপর্যায়ে স্বামী নুরনবী মৌসুমীর গলায় রশি চেপে শ্বাসরোধে হত্যা করে সপরিবারে বাড়ি থেকে ছটকে পড়ে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সন্ধ্যায় মৌসুমির বাবার বাড়িতে খবর দেয়। পরে মৌসুমির আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা ওই বাড়ি ঢুকে নিজ বিছানায় মৌসুমির লাশ দেখতে পায়। খবর পেয়ে রাতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আদিতমারী থানায় মামলা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন