সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাজিরা পারভীন (২৪) নামে এক গৃহবধূর মুখমন্ডলে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ওই গৃহবধুর পুরো মুখমন্ডল ঝলসে গেছে।
গতকাল সোমবার রাতে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের রামকৃঞ্চপুর গয়হাট্রা গ্রামে এঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরা পারভীন গয়হাট্টা গ্রামের জুলমত হোসেনের স্ত্রী।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক গোলজার রহমান ঘটনাস্থল পরিদর্শনের পর গৃহবধূর স্বজনদের বরাদ দিয়ে জানান, রাত ১১টার দিকে স্বামী-স্ত্রী ও এক সন্তান নিয়ে টিভি দেখার এক পর্যায়ে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বাথরুমে যায়। ফেরার পথে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে তার মুখমন্ডল ঝলসে যায়। শীতের পোষাক পড়ে থাকায় শরীরের অন্যস্থানে তেমন ক্ষতি হয়নি। এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে দ্রুত উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুপুরে বগুড়া মঙ্গলবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। প্রাথমিকভাবে গৃহবধূর কোন শত্রুর ধারনা দিতে পারেনি স্বজনরা। তবে ধারণা করা হচ্ছে গৃহবধূ নাজিরা পারভীন সুন্দরী হওয়ায় পুর্বের প্রেমজনিত কারণে এ ঘটনা কেউ ঘটাতে পারে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন