বাহির থেকে সুরঙ্গ কেটে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লক্ষ টাকা চুরির দায়ে মামলার প্রধান আসামী হাবিব ওরফে সোহেল ওরফে ইউসুফ মুন্সীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সনের ২৬ জানুয়ারি বাইরে থেকে সুরঙ্গ কেটে কিশোরগঞ্জ শহরের ঈশাখা সড়কে অবস্থিত সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে ১৬ কোটি ৪০ লক্ষ টাকা চুরি হয়। ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ব্যাপারে ব্যাংকের ডিজিএম শেখ আমানুল্লাহ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে র্যাবের একটি দল ঢাকার কদমতলী এলাকার একটি বাসা থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৮৭ টাকাসহ ইউসুফ মুন্সী ওরফে সোহেল ও তার ভাই ইদ্রিস আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোহেল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় পরে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সোহেলের স্ত্রী মাহিলা আক্তার হিমু ও মামা শ্বশুর সিরাজউদ্দিন ভূইয়া। আসামীদের মধ্যে মাহিলা আক্তার হিমু জামিনে মুক্ত থাকলেও অন্যরা জেলহাজতে রয়েছেন।
আজ মামলার চার্জ গঠনের দিন মামলার প্রধান আসামী সোহেল ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করলে এ রায় দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন