নোয়াখালী জেলার চৌমুহনী পৌরসভার মঙ্গলবার স্থগিত ১০টি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেন ফয়সল ১৪ হাজার ৭’শত ৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি প্রার্থী মো: জহির উদ্দিন হারুন সর্বমোট ভোট পেয়েছেন- ১০ হাজার ৮’শত ০৭।
আওয়ামী লীগ প্রার্থী ৩ হাজার ৯’শ ৮০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার একটি কেন্দ্রের ভোট স্থগিত হয়। ওই কেন্দ্রের ভোটারের সংখ্যা ২ হাজার ৫’শত ৬১।
নোয়াখালী পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠ্য ও সুন্দর হয়েছে। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর ছিল।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন