বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে বিভিন্ন সময়ে মাছ শিকারকালে আটক ১৭৮ জন ভারতীয় জেলেকে পুশব্যাক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় বাগেরহাটের মংলা থেকে ১৪টি ট্রলারসহ ১৭৮ জেলে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এরআগে আদালত ও দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারা কর্তৃপক্ষ ১৭৮ জন ভারতীয় জেলেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তের কাছে হস্তান্তর করে।
২০১৫ সালের বিভিন্ন সময় নৌবাহিনী সুন্দরবন সংলগ্ন সাগরের বাংলাদেশ জলসীমা থেকে ১৪টি মাছধরা ট্রলার ও এ জেলেদের আটক করে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান পুশব্যাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ১৪টি ট্রলারসহ ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমা পার করে দেবেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন