চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খড়গপুর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে অস্ত্র ও গুলিসহ আব্দুল হামিদ (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃত আব্দুল হামিদ হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার খড়গপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার খড়গপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হামিদকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ১টি পিস্তুল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন