বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় মালবাহী পিকআপ উল্টে আসবাবপত্র ব্যবসায়ী ঠাকুর মণ্ডল নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঠাকুর মণ্ডল মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুয়াগাছা দত্তপাড়া গ্রামের প্রয়াত বৃন্দাবন মণ্ডলের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, শারদীয়া দূর্গাপূঁজা উপলক্ষে গৌরনদী বন্দরে অনুষ্ঠিত ফার্নিচার মেলায় বিক্রির জন্য মাদারীপুর থেকে একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৪-২৩৪১) ফার্নিচার নিয়ে যাচ্ছিলেন ঠাকুর মণ্ডল। দুপুর ১টার দিকে পিকআপটি উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে পড়ে। এ সময় ফার্নিচারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে হস্তান্তর করে। পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ