সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুর উপর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে কমলা রঙের সেলোয়ার-কামিজ ছিল।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শাহ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই তরুণী পায়ে হেঁটে রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কায় দেয়। এতে মেয়েটি ট্রেনে কাটাপড়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক নৌকা নিয়ে ওই স্থানে গিয়ে মেয়েটির লাশ খুঁজে পায়নি। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরাও চেষ্টা করে খুঁজে পায়নি। মেয়েটির লাশ উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরী দলকে জানানো হয়েছে। ইতোমধ্যে রাজশাহী থেকে ডুবুরী দল রওয়ানা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ