সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে মির্জা মজলিস(৩৬) নামের এক লেপ-তোষক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রেহাইপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মির্জা মজলিস উপজেলার বাঘুটিয়া ইউনিয়নেরবিনানুই গ্রামের মির্জা উকিলের ছেলে।বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীজানান, সকালে মির্জা লেপ-তোষকের দোকানে লেদমেশিনেকাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বিডি-প্রতিদিন/৮ অক্টোব্র, ২০১৬/তাফসীর