আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি শেখ হাসিনাই দলের ২০তম কাউন্সিলে সভানেত্রী নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০তম কাউন্সিলের নতুন নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলেও আশা প্রকাশ করেন নাসিম।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে।
আর এ্ই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জ্বালাও-পোড়াও রাজনীতির নেত্রী খালেদা জিয়ার দলকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। নিজ দলের কর্মীরাই তাকে (খালেদা) এখন আর চেনেন না।
তাই খালেদা জিয়াকে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসারও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার ও আব্দুল বারী সেখ।
বিডি প্রতিদিন/ ০৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম