উত্তরের জনপদ পঞ্চগড়, ঠাকুরগাওয়, নীলফামারীর পর দিনাজপুরেও চা চাষ করে সফল হয়েছেন চাষীরা। হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় ভৌগলিক কারণেই এ এলাকার চা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষিবিদরা।
বীরগঞ্জ কৃষি অফিসের উপসহকারি মো. শাহজাহান আলী জানান, হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় এ এলাকার চা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষের উপযুক্ত হওয়ায় চা ভাল উৎপাদন হচ্ছে। চা গাছে নিবির পরিচর্যা ও পরিমিত পানি সেচে যত্নবান হতে হয়। চা চাষ লাভজনক হওয়ায় দিন দিন এর চাষীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। চা চাষীকে নিয়মিত আমরা পরামর্শ দিয়ে আসছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার