কেরানীগঞ্জে মদসহ নয়ন বর্মণ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি, দক্ষিণ) সদস্যরা তাকে আটক করে।
ঢাকা দক্ষিণ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশি-বিদেশি ৭ বোতল মদসহ নয়নকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল