লক্ষ্মীপুরের রায়পুরে নিচু জায়গা ভরাট, ইট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একশ্রেণির অসাধু বালু ব্যাবসায়ীরা। এতে করে ওইসব কৃষি জমি পুকুরে পরিণত হয়ে পাশ্ববর্তী আবাদি জমিও ভেঙ্গে পড়ছে। এর ফলে দিনদিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এভাবে বালু বিক্রি উত্তলন অব্যাহত থাকলে ফসল উৎপাদনে বিপর্যয়ের আশংকা দেখা দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগে উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার