টাঙ্গাইলে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে স্থানীয় শহিদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসুচি পালন করা হয়। ওই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শ্রমজীবির ছাত্র-ছাত্রী লেখা পড়া করে।
টাঙ্গাইলের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে। মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২১ এর ব্যবস্থাপনা পরিষদ কমিটির সহ-সভাপতি শরিফুজ্জামান খান মহব্বত ও সহকারি শিক্ষিকা সাময়া খন্দকার প্রমূখ।
মানববন্ধন শেষে চারজন শিক্ষিকা স্বাক্ষরিত একটি স্মারকলিপি স্কুল কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার