কুমিল্লার চৌদ্দগ্রামে কাঠ চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাস দিয়ে জামাল উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র। আজ রবিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, নিহত জামাল উদ্দিন একটি স-মিলে কাজ করতো। শনিবার সকালে তাকে কাঠ চুরির অপবাদ দেয়া হয়। এ অপমান সইতে না পেরে শনিবার বিকেলেই সে স্ত্রীর ওড়না গলায় পেছিয়ে আত্মহত্যা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার