শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মুন্সীগঞ্জে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা করেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের বাগমামুদালী বালুর মাঠ রাধা গোবিন্দ মন্দির প্রঙ্গণে সর্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজনে ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মন্দিরটির পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার দুলালের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর মো. মুকবুল হোসেন, দর্পন মাহমুদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, শহর ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ