কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি, সাতঘড়িয়া ও আমানগন্ডাসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি'র সদস্যরা আজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করেছে।
জানা যায়, উদ্ধারকৃত অবৈধ মালামালগুলো হলো, হুইস্কি ১৭৫ বোতল, বিয়ার ১৪ বোতল, কোরেক্স ৭ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৭ টি, গাঁজা ৩৯ কেজি, ষ্টেরয়েড ট্যাবলেট ৩৭৯৮০ টি, শাড়ী ০৪ টি, থ্রী পিছ ১টি, গার্মেন্টস সামগ্রী ৪টি, কসমেটিকস ১৬৬টি, চকলেট ২১১৯ টি, মোবাইল ৫টি, কম্বল ২টি, লাগেজ ১টি এবং ৪৯৫ কেজি বিট লবণ।
বিজিবি-১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান তথ্যটি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার