লক্ষ্ণীপুরের রায়পুরে ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম. কামিল মাদ্রাসায় আজ ১১ টার সময় শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও গভর্নিংবডির চেয়ারম্যান আল-মাদানী এই ল্যাবের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, ল্যাব প্রতিষ্ঠার ফলে প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী হাতে-কলমে কম্পিউটার শিক্ষার সুযোগ পাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ্ মোহাম্মদ নাছির উদ্দিন, হায়দরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. ফজলুল হক, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফ জামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার