সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলছে, সেই মুহুর্তে একটি অপশক্তি দেশের উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সকল খাতে উন্নয়ন ঘটেছে। মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ উন্নীত হয়েছে মধ্য আয়ে। শিক্ষা, চিকিৎসা, সাংস্কৃতি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ। দেশ উন্নীত হয়েছে ডিজিটালে।
তিনি রবিবার দুপুরে নীলফামারীতে উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক সভায় এ কথা বলেন।
এর আগে তিনি নীলফামারী-জলঢাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও জলঢাকা উপজেলা শহরের পেট্রোল পাম্প এলাকায় ফলক উম্মোচন করেন।
সভায় নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম হামিদুর রহমনের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক শহিদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন