চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা প্রায় চার লাখ টাকা সমমূল্যের এক হাজার ৩১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আজ সকাল ৬ টায় দামুড়হুদার ডিসি ইকো পার্ক সড়ক থেকে ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, বিজিবির সদর ব্যাটালিয়নের টহল কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ফোর্স নিয়ে ডিসি ইকোপার্ক রোড এলাকায় অভিযান চালান। এ সময় ডিসি ইকোপার্ক সড়কে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৩১৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর দাম তিন লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে অজ্ঞাত আসামিদের নামে থানায় একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার