চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে আজান্নুর হোসেন নামের এক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেয়া ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আজান্নুর উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের আসান আলীর ছেলে। রবিবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, মাদক ব্যবসায়ী আজান্নুরকে দুপুরে তার নিজ বাড়ি থেকে গাঁজাসহ তিয়রবিলা ক্যাম্প ইনচার্জ এসআই আবদুল হাই তাকে আটক করেন। বেলা ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার