ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের জনজীবন। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।
মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে দিন-দিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে বাড়ছে দুর্ভোগ। শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের এখন জবুথবু অবস্থা। তাই শীত নিবারণে জেলার বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে তাপ নিতে দেখা গেছে এলাকার নিম্ন আয়ের মানুষদের।
এ অঞ্চলের মানুষ বেশীর ভাগ জেলে ও কৃষি সম্প্রদায়ের হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের এসব মানুষের শীত নিবারণ করা কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোন শীতবস্ত্র পাননি বলে জানিয়ছে উপকূলের এসব হতদরিদ্র মানুষ। স্থানীয়দের অভিযোগ নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এলাকায় আসলেও পরে আর তারা খোঁজ খবর রাখেন না।
এদিকে এমন ঘন কুয়াশায় রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষীরা। এ প্রসঙ্গে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) মো. হানিফ-ই-হায়দার জানান, ডিসেম্বরের ১ম সপ্তাহ থেকে আবহাওয়া হিমেল হয়ে আসছে, কুয়াশারও প্রকোপ বেড়েছে, এতে করে রবি শস্য চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ থেকে উত্তরণের জন্য চাষীদেরকে ছত্রাক নাশক ঔষধ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব