রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় মো. ফারুক হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেনের বাড়ি লতিফপুর গ্রামে।
পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ফারুক নিহত হন। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ফারুকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম